
Oct 2023
হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রামে এভিয়েশন পার্টনার হলো এয়ার এ্যাস্ট্রা
ফেয়ার টেকনোলজি লিমিটেডের হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রামে এভিয়েশন পার্টনার হিসেবে যুক্ত হলো এয়ার এ্যাস্ট্রা। রাজধানীর বনানীতে ফেয়ার গ্রুপ চেয়ারম্যান’স অফিসে মঙ্গলবার (১৭ অক্টোবর) এ ব্যাপারে সমঝোতা স্বাক্ষর করেন ফেয়ার টেকনোলজির ডিরেক্টর ও সিইও মুতাসসিম দায়ান ও এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ। সমঝোতা স্মারক অনুযায়ী হুন্দাই একচেঞ্জ প্রোগ্রামের আওতায় ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ির পঁচিশ ক্রেতাকে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্লাইটের [...]