হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনে বিপিএটিসি প্রতিনিধি দল

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল হুন্দাই | ফেয়ার টেকনোলজি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শন করেছেন ।

বিভিন্ন মন্ত্রনালয়ের ২১ জন যুগ্ম সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী ও পুলিশ বাহিনীর  সমমর্যাদার চার কর্মকর্তার সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি ৫ জুন এই পরিদর্শনে আসেন। বিপিএটিসি’র ঊর্ধ্বতন তিন কর্মকর্তাও তাদের সাথে ছিলেন।

বিপিএটিসি’র ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে পরিদর্শনকালে তারা গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে অবস্থিত হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উৎপাদন কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা বলেন, বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হুন্দাইয়ের গাড়ি বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, এটা সবার জন্য অত্যন্ত গৌরবের।

প্রতিনিধি দল ফেয়ার টেকনোলজি, হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে পৌছলে, ফেয়ার গ্রুপের হেড অফ স্ট্র্যাটেজি জনাব রায়ান রহমান এবং হেড অফ কমিউনিকেশন জনাব হাসনাইন খুরশেদ তাঁদের স্বাগত জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের কর্মকর্তা জনাব ওসমান গনি পাভেল ও জনাব ইফতেখার মাহমুদ।

প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে হুন্দাই গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ে ফেয়ার টেকনোলজির সক্ষমতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোন সহায়তার আশ্বাস দেন।

Factory Visit