হুন্দাই কাস্টমারদের জন্য ‘নো ইউর হুন্দাই’ ক্যাম্পেইন

হুন্দাই কাস্টমারদের জন্য ‘নো ইউর হুন্দাই’ ক্যাম্পেইন

হুন্দাইয়ের ‘বিফোর সার্ভিস’ ক্যাম্পেইন এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়ে “আপনার হুন্দাইকে জানুন”। আজ ৩০ জুলাই ,২০২২ এ তেজগাঁও এ অবস্থিত হুন্দাই থ্রি এস সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুন্দাই এর পেসেঞ্জার ভেহিকল ব্যবহারকারীদের গাড়ির প্রাথমিক ব্যবস্থাপনার ব্যাপারে অবহিত করার লক্ষ্যে আজকের এ আয়োজন।

‘ডু ইট ইউরসেলফ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাড়ির ড্রাইভিং টিপস, এসির যত্ন ,ওয়াইপার ও ওয়াশার চেক, স্টিয়ারিং হুইল এডজাস্টমেন্ট ,সেন্ট্রাল লকিং এবং চাইল্ড লক,মিউজিক সিস্টেম, নিয়মিত চেক আপ নিয়ে অবহিত করা হয়। গাড়ির নিরাপদ ভ্রমন নিশ্চিতে প্রাথমিকভাবে যে বিষয়গুলির রক্ষনাবেক্ষন গাড়ির স্মুথ পারফর্মেন্সে নিশ্চিত করে থাকে মূলত সে বিষয়গুলো নিয়েই ধারনা দেওয়া হয় আজকের কর্মশালায়।

ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান দেওয়া হয় এ অনুষ্ঠনে। এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টর ও হেড অফ বিজনেস, হুন্দাই বাংলাদেশ , ফেয়ার টেকনোলজি অরিন্দম চক্রবর্তী , হেড অফ সার্ভিস বিজয় মুখার্জ্জী ও হুন্দাই বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা ।